ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

পবিপ্রবিতে ডিভিএমের ইন্টার্নশিপ ওরিয়েন্টেশন

পবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
পবিপ্রবিতে ডিভিএমের ইন্টার্নশিপ ওরিয়েন্টেশন

পবিপ্রবি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রির নবম ব্যাচের ইন্টার্নশিপ ওরিয়েন্টেশন হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের অডিটরিয়ামে এ ওরিয়েন্টেশন হয়।



বিকেলে ইন্টার্নশিপ কমিটির সদস্য সচিব অ্যানাটমি অ্যান্ড হিস্টোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. সাইদুর রহমানের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন মেডিসিন, সার্জারি অ্যান্ড অবস্টেট্রিক্স বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড মো. সেলিম আহমেদ, কমিটির সদস্য সহকারী অধ্যাপক ড মো. লালমদ্দিন মোল্লা, মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. এ কে এম মোস্তফা আনোয়ার, কমিটির সদস্য ফিজিওলজি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মো. আহসানুর রেজা, প্যাথলজি অ্যান্ড প্যারাসাইটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. খন্দকার জাহাঙ্গীর আলম,  বিভিন্ন হলের প্রভোস্ট ও শিক্ষকরা।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।