ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

ফরিদপুরে উপজেলা শিক্ষা কর্মকর্তার বিদায় সংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
ফরিদপুরে উপজেলা শিক্ষা কর্মকর্তার বিদায় সংবর্ধনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: ফরিদপুরের সালথা উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মাদ আবু আহাদ মিয়াকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা সম্মেলন কক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কৃষ্ণ চন্দ্র চক্রবর্তীর  সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ফরিদপুর সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ ওয়াহেদ খান, সালথা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শিল্পী রানী ভৌমিক, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আক্তারুজ্জামান, সহ সভাপতি এম এম শামচুল হক, সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক একেএম শরিফুল ইসলাম পিকুল, সাংগঠনিক সম্পাদক মো. মাঈনুল ইসলাম, জয়ঝাঁপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কাউছার তালুকদার প্রমুখ।

প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে বিদায়ী শিক্ষা কর্মকর্তাকে কিছু উপহার প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক মিজানুর রহমান।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।