ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

জাবিতে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
জাবিতে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও অর্থনীতি বিভাগের ৪০তম ব্যাচের শিক্ষার্থী ইসরাফিল চৌধুরী সোহেলকে পেটানোর অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী ও ছাত্রলীগ নিয়ে নেতিবাচক মন্তব্য করায় তাকে মারধর করা হয়েছে বলে জানা যায়।



সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে প্রক্টরিয়াল বডির সদস্যরা ইসরাফিলকে আহত অবস্থায় উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে আসেন। অবস্থা গুরুতর হওয়ায় পরে তাকে সাভারের সুপার মেডিকেলে স্থানান্তর করা হয়।

বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের চিকিৎসক শ্যামল কুমার বলেন, ইসরাফিলের হাত-পা ও পিঠসহ দেহের বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন রয়েছে।

জাবির সহকারী প্রক্টর মেহেদী ইকবাল বলেন, অভিযোগের ভিত্তিতে প্রশাসন ব্যবস্থা নেবে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।