ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয়ে ঈদুল আজহার ছুটি ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
নজরুল বিশ্ববিদ্যালয়ে ঈদুল আজহার ছুটি ঘোষণা

ময়মনসিংহঃ আসন্ন ঈদুল-আজহা উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দফতরের উপ-পরিচালক (জনসংযোগ) এসএম হাফিজুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।



তিনি জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২০ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

আর ২২ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের অফিস বন্ধ শুরু হয়ে ১ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে।

এরপর আগামী ৪ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও অফিস যথারীতি খুলবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এমএএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।