ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

ইস্ট ওয়েস্ট শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার, আনন্দ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
ইস্ট ওয়েস্ট শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার, আনন্দ মিছিল ছবি: দীপু মালাকার / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মন্ত্রিসভায় ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্তে অবরোধ তুলে দিয়েছেন রামপুরায় অবস্থানরত ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এ খবরে শিক্ষার্থীরা আনন্দ মিছিল করেন।



সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্তে দুপুরে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

রামপুরায় অবস্থাকারী শিক্ষার্থীর বলেন, এই মূহুর্তে আমরা সাময়িকভাবে আন্দোলন তুলে নিয়েছি। তবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দেওয়া হলে পুনরায় আন্দোলন শুরু হবে।

এসময় আনন্দ উল্লাস ও মিছিল করতে করতে শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরে যেতে দেখা যায়।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এজেডকে/জেডএফ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।