ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিলের দাবি বরিশালের শিক্ষার্থীদের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিলের দাবি বরিশালের শিক্ষার্থীদের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: শুক্রবার অনুষ্ঠিত মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে বরিশালে সংবাদ সম্মেলন, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা এসব কর্মসূচি পালন করেন।



দুপুর দেড়টায় বরিশাল প্রেসক্লাবের তৃতীয় তলার সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, পরীক্ষা শেষে বিভিন্ন মাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি তারা জানতে পারেন। প্রশ্ন ফাঁস হওয়ায় ভর্তিযুদ্ধে মেধাবীরা পিছিয়ে পড়বেন।

তাই জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং ভর্তি পরীক্ষা বাতিল করে পুনরায় নেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা।

এরপর দুপুর ২টায় নগরীর টাউন হলে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল ‍নিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন তারা।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।