ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে নতুন বিভাগ ‘মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং’

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
শাবিপ্রবিতে নতুন বিভাগ ‘মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং’

শাবিপ্রবি: নতুন বিভাগ চালুর অনুমোদন পেয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। ‘মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং’ নামে নতুন এ বিভাগ চালুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশন।



মঞ্জুরী কমিশনের পাবলিক বিশ^বিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক ফেরদৌস জামান স্বাক্ষরিত এক পরিপত্রে বলা হয়েছে, শাবিপ্রবির চাহিদার বিষয় বিবেচনা করে ২০১৫-১৬ শিক্ষবর্ষে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নামে নতুন বিভাগ খোলা এবং ওই বিভাগের জন্য ৫টি পদে জনবল নিয়োগের বিষয়ে মঞ্জুরী কমিশন কর্তৃপক্ষ সম্মতি দিয়েছে।

পদগুলোর মধ্যে রয়েছে অধ্যাপক ও সহযোগী অধ্যাপক ১টি, সহকারী অধ্যাপক ও প্রভাষক ২টি, কম্পিউটার অপারেটর ১টি এবং অফিস সহায়ক ১টি।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূইয়া বাংলানিউজকে বলেন, বিশ^বিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের নির্দেশনা অনুযায়ী যত দ্রুত সম্ভব নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।