ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

কু্বিতে শিক্ষকদের প্রতিবাদ র‌্যালি

কুবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৫
কু্বিতে শিক্ষকদের প্রতিবাদ র‌্যালি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুবি: অষ্টম জাতীয় পে-স্কেলে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অবমূল্যায়নের প্রতিবাদে ও স্বতন্ত্র পে-স্কেলের দাবিতে প্রতিবাদ র‌্যালি ও কর্মবিরতি পালন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকরা।
 
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কুবির সাংবাদিক চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।



সমাবেশে বক্তব্য রাখেন, কুবি শিক্ষক সমিতির সভাপতি দুলাল চন্দ্র নন্দী ও সাধারণ সম্পাদক কাজী ওমর সিদ্দিকী রানাসহ বিভিন্ন বিভাগের সভাপতি।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ঘোষিত কর্মসূচির হিসেবে কুবি শিক্ষক সমিতি এ কর্মসূচি পালন করে।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।