ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

রাজশাহী শিক্ষা বোর্ডে ৭৪ জনের ফল পরিবর্তন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৫
রাজশাহী শিক্ষা বোর্ডে ৭৪ জনের ফল পরিবর্তন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

রাজশাহী: রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি (উচ্চ মাধ্যমিক) পরীক্ষার ফল পুনর্নির্ধারণে ৭৪ জনের ফল পরিবর্তন হয়েছে।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) পুনর্নির্ধারণের ফলাফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফলে ফেল থেকে পাস করেছেন ২৪ জন শিক্ষার্থী। অন্যদের জিপিএ-৫’র পরিবর্তন এসেছে।

রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব আবুল কালাম আজদ বাংলানিউজকে জানান, এ বছর এইচএসসি পরীক্ষার ফলাফল পুনর্নির্ধারণে আবেদন করেছিলেন ৩২ হাজার ৯১৩ জন শিক্ষার্থী। এর মধ্যে ৭৪ জনের ফল পরিবর্তন হয়েছে। বোর্ডের নিজস্ব ওয়েব সাইটে (www.rajshahieducationboard.gov.bd) ফলাফল দেওয়া হয়েছে বলে জানান শিক্ষা বোর্ড সচিব আবুল কালাম আজাদ।

প্রসঙ্গত, রাজশাহী শিক্ষা বোর্ডে এবার মোট উপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক লাখ ৪ হাজার ৮৮২ জন। এর মধ্যে পাস করেন ৮১ হাজার ৩৩০ জন। ছাত্র পাসের হার ৭৪ দশমিক ৮৯ ও ছাত্রী পাসের হার ৮০ দশমিক ৬৭ শতাংশ। জিপিএ-৫ পান ৫ হাজার ২০৫০ জন। এর মধ্যে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র রয়েছেন ২ হাজার ৮৬৫ জন এবং জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রী ২ হাজার ৩৮৫ জন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৫
এসএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।