ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

বশেমুরবিপ্রবিতে চালু হচ্ছে নতুন ৬ বিভাগ

বশেমুরবিপ্রবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৫
বশেমুরবিপ্রবিতে চালু হচ্ছে নতুন ৬ বিভাগ

গোপালগঞ্জ: গোপালগঞ্জে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০১৫-১৬ শিক্ষবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষ ভর্তি পরীক্ষায় চলতি বছর থেকেই যুক্ত হতে যাচ্ছে নতুন ছয়টি বিভাগ।

বিশ্ববিদ্যালয়ের বর্তমান ১৪টি বিভাগের সঙ্গে যুক্ত হচ্ছে আইন, আন্তর্জাতিক সম্পর্ক, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, মার্কেটিং এবং অ্যাগ্রিকালচার নামে নতুন ৬টি বিভাগ।



ফলে চলতি বছর ২০টি বিভাগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ৬টি অনুষদের আওতায় ১৪টি বিভাগ চালু রয়েছে।
 
২০১৫-১৬ শিক্ষাবর্ষে নতুন চালু হতে যাওয়া বিভাগগুলোর মধ্যে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বিজ্ঞান অনুষদের আওতায়, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে জীববিজ্ঞান অনুষদের আওতায়, মার্কেটিং বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বিজনেস স্টাডিজ অনুষদের আওতায়, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সামাজিক বিজ্ঞান অনুষদের আওতায়।

তবে অ্যাগ্রিকালচার এবং আইন বিভাগের ভর্তি পরীক্ষা কোন অনুষদের আওতায় অনুষ্ঠিত হবে এ ব্যাপারে এখনও কোনো তথ্য জানা যায়নি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শিগগিরই ভর্তি বিজ্ঞপ্তিসহ পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.bsmrstu.edu.bd-এ পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।