ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৫
শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে স্থায়ী ক্যাম্পাস কর্ণকাঠীতে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।



এতে উপস্থিত ছিলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আরিফ হোসেন, সাধারন সম্পাদক আব্দুল কাইয়ুম, সাবেক সভাপতি শফিউল আলম, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন ড. মুহসিন উদ্দীনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা।

এসময় শিক্ষকরা বলেন, সন্ত্রাসীদের কোনো দল নেই। তাই জাতির বিবেক, মহান শিক্ষকদের ওপর হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

পাশাপাশি শিক্ষাঙ্গণকে কলঙ্কমুক্ত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আরও কঠোর হওয়ার অনুরোধ করেন তারা।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।