ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

বশেমুরবিপ্রবি’তে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু

বশেমুরবিপ্রবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৫
বশেমুরবিপ্রবি’তে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বশেমুরবিপ্রবি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) শুরু হয়েছে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০১৫।
 
এ উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ক্যাম্পাসে এক আনন্দ র‍্যালি বের হয়।



এ আনন্দ র‍্যালিতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খোন্দকার মো. নাসির উদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. শাহজাহান এবং বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

উপাচার্য আন্তঃবিভাগীয় এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করার পর বিকেল সাড়ে ৪টায় টুর্নামেন্টের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ০৫৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৫
এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।