ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

শিক্ষা

ইবি শিক্ষকদের তৃতীয় দফা কর্মবিরতি

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
ইবি শিক্ষকদের তৃতীয় দফা কর্মবিরতি

ইবি: অষ্টম জাতীয় বেতন কাঠামো বাতিল ও নতুন বেতন কাঠামো পুনঃগঠনের দাবিতে তৃতীয় দফায় কর্মবিরতি পালন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষকবৃন্দ।

রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মবিরতি পালন করেন তারা।



সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কর্মসূচি চলাকালিন কোনো ক্লাস অনুষ্ঠিত না হলেও চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সব বিভাগে। তবে দুপুর ১টার পরে কয়েকটি বিভাগে ক্লাস হয়েছে বলে জানা গেছে।

এর আগে ১৬ আগস্ট সকাল ১০টায় অনুষদ ভবনের করিডোরে ইবি শিক্ষক সমিতির আয়োজনে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট ও ২৩ আগস্ট দ্বিতীয় দফায় কর্মবিরতি পালন করেন শিক্ষকবৃন্দ।

এদিকে তাদের দাবি না মানা হলে আগামী সেপ্টেম্বর মাসে তারা বড় ধরনের আন্দোলনে যাবেন বলে জানিয়েছেন ইবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।