ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

শিক্ষা

শেকৃবি শিক্ষকদের তৃতীয় দফা কর্মবিরতি

শেকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
শেকৃবি শিক্ষকদের তৃতীয় দফা কর্মবিরতি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অষ্টম জাতীয় বেতন কাঠামো পুনরায় নির্ধারণের দাবিতে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষকরা তৃতীয় দফায় কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে শেকৃবির প্রশাসনিক ভবনের সামনে সকাল ১০ থেকে দুপুর পর্যন্ত এ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চলে।

এর আগে ১৬ ও ২৩ আগস্ট অবস্থান কর্মসূচি পালন করেছিলেন শেকৃবি শিক্ষকরা।

কর্মসূচিতে বক্তারা জানান, নির্ধারিত বেতন কাঠামোয় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে বৈষম্য করা হয়েছে।

উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউর রহমান ভূইয়ার সঞ্চালনায় এ অবস্থান কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনার পরিচালক অধ্যাপক ড. মো. সেকেন্দার আলী, তিন অনুষদের ডিনসহ অর্ধ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো নির্ধারণ এবং অষ্টম বেতন কমিশন কর্তৃক প্রস্তাবিত নীতিমালা বাতিলসহ চার দফা দাবিতে এ কর্মসূচি পালিত হয়।

আন্দোলনরত শিক্ষকরা বলেন, শিক্ষকদের বেতন বৃদ্ধির যৌক্তিক এ দাবি মানা না হলে লাগাতার কর্মসূচি দেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
এসইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।