ঢাকা, বুধবার, ৭ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

শিক্ষা

কুবিতে শিক্ষকদের ধর্মঘট ও কর্মবিরতি

কুবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
কুবিতে শিক্ষকদের ধর্মঘট ও কর্মবিরতি

কুবি: স্বতন্ত্র বেতন কাঠামো ঘোষণা ও প্রস্তাবিত বেতন কাঠামো পুননির্ধারণের দাবিতে অবস্থান ধর্মঘট ও কর্মবিরতি পালন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকরা।
 
রোববার (৩০ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক চত্বরে এ কর্মসূচি পালন করেন তারা।



বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালিত হয়।

এতে কুবি শিক্ষক সমিতির সভাপতি দুলাল চন্দ্র নন্দী ও সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন মজুমদারসহ সব বিভাগের সাধারণ শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।