ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

শিক্ষা

বশেমুরবিপ্রবি’র সমাজবিজ্ঞান বিভাগে সেমিনার লাইব্রেরি চালু

বশেমুরবিপ্রবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৫
বশেমুরবিপ্রবি’র সমাজবিজ্ঞান বিভাগে সেমিনার লাইব্রেরি চালু ফাইল ফটো

বশেমুরবিপ্রবি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সমাজবিজ্ঞান বিভাগে সেমিনার লাইব্রেরি চালু হয়েছে।

সম্প্রতি এ সেমিনার লাইব্রেরি চালু হয়।



বিভাগ সূত্রে জানানো হয়, এই সেমিনার লাইব্রেরিতে অ্যাকাডেমিক বইয়ের পাশাপাশি অন্যান্য বইপত্রও থাকবে। বিভাগের শিক্ষার্থীরা সকাল থেকে বিকেল ৬টা পর্যন্ত এ লাইব্রেরিতে বই পড়তে পারবে। এছাড়াও বই বাসায় নিয়ে পড়ার সুযোগও পাবেন শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৫
এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।