ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

শিক্ষা

জাবিসাসের নয়া কমিটিকে গবিসাসের শুভেচ্ছা

গণ বিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৭ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
জাবিসাসের নয়া কমিটিকে গবিসাসের শুভেচ্ছা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গণ বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস)।

সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় জাবি সাংবাদিক সমিতির কার্যালয়ে গবিসাসের নেতারা এ শুভেচ্ছা জানান।



শুভেচ্ছা পর্বের পর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জাবিসাসের সভাপতি বেলাল হোসাইন রাহাত, সহ-সভাপতি সানাউল্লাহ মাহী, সাধারণ সম্পাদক মওদুদ সুজন, যুগ্ম-সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ জাবেদ, দপ্তর সম্পাদক রেজাউল  করিম হীরা, কার্যনির্বাহী সদস্য হাসান দবির, আব্দুল্লাহ মামুন নিলয়, নুর আলম হিমেল এবং গবিসাসের উপদেষ্টা আসিফ আল আজাদ, সভাপতি সোহান চৌধুরী, সহ-সভাপতি মাসুদ আজীম, সাংগঠনিক সম্পাদক মেহেদী তারেক, অর্থ বিষয়ক সম্পাদক এসএম আহমেদ মুনির, দপ্তর সম্পাদক তাজবিহুল শিহাব ও ফটোগ্রাফার সাজ্জাদ সাজু উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৩২৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।