ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০ লাখ শিক্ষার্থীর পাঠ্য স্বাধীন বাংলাদেশের ইতিহাস

শিক্ষা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০ লাখ শিক্ষার্থীর পাঠ্য স্বাধীন বাংলাদেশের ইতিহাস ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) এর সব শাখার শিক্ষার্থীদের জন্য ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ শীর্ষক ১০০ নম্বরের একটি কোর্স অবশ্য পাঠ্য করা হয়েছে। ফলে ২০ লাখ শিক্ষার্থী আমাদের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার  সত্যিকার ইতিহাস জানবে।



সোমবার (২৪ আগস্ট) এক অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ এসব কথা বলেন।

এসময় ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ বিষয়ের উপর অনুষ্ঠিত দুই ব্যাচে ২১৭ জন কলেজ শিক্ষকের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি।

হারুন-অর-রশিদ আরও বলেন, সারা বছর ধরে কলেজ শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ। ভবিষ্যতে আঞ্চলিক কেন্দ্রগুলোতে একইভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।