ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

শিক্ষা

স্বতন্ত্র পে-স্কেলের দাবিতে পবিপ্রবি শিক্ষকদের কর্মবিরতি

মো. মুস্তাফিজুর রহমান পাপ্পু, পবিপ্রবি থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৫
স্বতন্ত্র পে-স্কেলের দাবিতে পবিপ্রবি শিক্ষকদের কর্মবিরতি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পবিপ্রবি (পটুয়াখালী): বিশ্ববিদ্যালয় শিক্ষকদের স্বতন্ত্র পে-স্কেলের দাবিতে কর্মবিরতি পালন করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শিক্ষক সমিতি।

রোববার (২৩ আগস্ট) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতির সদস্যরা এ কর্মবিরতি পালন করেন।



এ কর্মসূচির বক্তৃতায় পবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী বলেন, দাবি বাস্তবায়িত না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৫
এসইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।