ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

শিক্ষা

স্কুল-কলেজ সরকারিকরণে বিধিমালা হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৩ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫
স্কুল-কলেজ সরকারিকরণে বিধিমালা হবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ / ফাইল ফটো

ঢাকা: যেসব উপজেলায় সরকারি হাইস্কুল বা সরকারি কলেজ নেই সেখানে একটি করে স্কুল ও কলেজ সরকারিকরণ করতে দ্রুত তালিকা ও বিধিমালা প্রণয়ন করা হবে। এছাড়া ব্যয়ের পরিমাণও নির্ধারণ করা হবে।



বুধবার (১৯ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে এক সমন্বয়সভায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ কথা বলেন।

রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভায় বলা হয়, একশটি উপজেলায় কারিগরি স্কুল প্রতিষ্ঠা প্রকল্প অনুমোদিত হয়েছে। এর মধ্যে ১৫টি কারিগরি স্কুল প্রতিষ্ঠার জন্য ইতোমধ্যে টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

সভায় জানানো হয়, সারাদেশে ৩২৩টি সরকারি মাধ্যমিক স্কুলে দ্বিতীয় শিফটে শিক্ষা কার্যক্রমের জন্য অতিরিক্ত ভবন নির্মাণ কাজ চলছে। এছাড়া ৬৮টি মহিলা কলেজে স্মার্ট ক্লাসরুম গড়ে তোলা হচ্ছে।

শিক্ষামন্ত্রী আগামী এক বছরের মধ্যে যেসব প্রকল্প গ্রহণ করা হবে সেসব প্রকল্প দ্রুত প্রণয়নের জন্য সংশিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

সভায় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সরকারি অনার্স/ডিগ্রি কলেজসমূহকে জরুরিভিত্তিতে অন্তর্ভুক্তিকরণের বিষয়ে আলোচনা হয়।

শিক্ষাসচিব নজরুল ইসলাম খানসহ অধিদপ্তর ও শিক্ষাবোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫
এমআইএইচ/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।