ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

শিক্ষা

এমপিওভুক্তির দাবিতে আমরণ অনশনে গ্রন্থাগারিকরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৫
এমপিওভুক্তির দাবিতে আমরণ অনশনে গ্রন্থাগারিকরা ছবি: জি এম মুজিবুর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বেসরকারি হাইস্কুল ও মাদ্রাসায় বৈধভাবে নিয়োগপ্রাপ্ত সহকারী গ্রন্থাগারিকরা এমপিওভুক্তির দাবিতে আমরণ অনশন করছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনের নেতারা।



বাংলাদেশ সহকারী গ্রন্থাগারিক সমিতির ব্যনারে এ অনশন চলছে। গ্রন্থাগারিক নেতারা বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের বৈষম্যের কারণে এমপিও পাচ্ছি না। জেলা শিক্ষা অফিসারদের গাফিলতিতে ৩১ জানুয়ারি, ২০১৩-এর আগে নিয়োগ পেলেও এমপিওর আবেদন সময়মতো ডিজি অফিসে না পাঠানোয় এমপিও বঞ্চিত রয়েছেন হাজার হাজার গ্রন্থাগারিক।

সারদেশে প্রায় দু’হাজার সহকারী গ্রন্থাগারিক এমপিওভ‍ুক্তির জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন।

অনশনে উপস্থিত রয়েছেন সংগঠনের সভাপতি মো. জাহিদ হোসেন, মহাসচিব আশীস কুমার সিকদার, সদস্য ম শাহাদাত হোসেন, বিজয় রায়, মতিউর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৫
এফবি/এসএমএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।