ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষকের এমফিল ডিগ্রি লাভ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষকের এমফিল ডিগ্রি লাভ

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষক ও গবেষক এমফিল ডিগ্রি লাভ করেছেন।

বুধবার (২৬ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এমফিল ডিগ্রি প্রাপ্তরা হলেন-প্রভাষক শাহনাজ বেগম, সহযোগী অধ্যাপক মো. এহতেশামুল হক ও সহযোগী অধ্যাপক নিলীমা আফরোজ।

শাহনাজ বেগম ‘অপরাধ ও অপরাধের স্থানিক বিশ্লেষণ’, এহতেশামুল হক `রংপুরের লোকসংস্কৃতি ভাষাগত সমীক্ষা’ এবং নিলীমা আফরোজ ‘বাংলাদেশের সুইপার সম্প্রদায়ের আর্থ সামাজিক পরিবর্তন: একটি সমাজতাত্ত্বিক গবেষণা’ বিষয়ক গবেষণা করে এ ডিগ্রি লাভ করেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব অ্যাডভান্সড স্টাডিজের ২৪তম সভায় এই শিক্ষক ও গবেষকদের গবেষণাপত্র গ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের ১৬১তম সিন্ডিকেট সভা তাদের এমফিল ডিগ্রির অনুমোদন দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।