ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

শিক্ষা

ডুয়েটে জব ফেয়ার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
ডুয়েটে জব ফেয়ার ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) অনুষ্ঠিত হয়েছে জব ফেয়ার (চাকরি মেলা)।

রোববার (১৬ আগ্ট) সকাল ১১টায় ডুয়েট’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন।



ডুয়েট মেকানিক্যাল প্রকৌশল বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত মেলায় বসুন্ধরা গ্রুপ, প্রাণ-আর এফ এল, বেঙ্গল, আনোয়ার, যমুনা গ্রুপসহ ২২টি শিল্পপ্রতিষ্ঠান অংশ নিয়েছে।

মেলায় অংশ নেওয়া এসব শিল্পপ্রতিষ্ঠানের স্টলে বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল বিভাগ থেকে পাশ করা শিক্ষার্থীরা তাদের বায়োডাটা জমা দিয়েছেন।

দিনব্যাপী এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছাড়াও মেলা কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম কামরুজ্জামান বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।