ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

শিক্ষা

রোববার রাবি শিক্ষকদের ক্লাস বর্জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৫
রোববার রাবি শিক্ষকদের ক্লাস বর্জন

রাজশাহী: পে-স্কেল পুর্ননির্ধারণের দাবিতে রোববার (১৬ আগস্ট) ফের  ক্লাস বর্জন ও অবস্থান ধর্মঘটের ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষকরা।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর আনন্দ কুমার সাহা ও সম্পাদক প্রফেসর রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, প্রস্তাবিত পে-স্কেলে বিশ্ববিদালয় শিক্ষকদের অবমূল্যায়নের প্রতিবাদ ও শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল ঘোষণার দাবিতে বাংলাদেশ বিশ্ববিদালয় শিক্ষক ফেডারেশনের উদ্যোগে ১৬ আগস্ট দেশের সব বিশ্ববিদালয়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি, অবস্থান ধর্মঘট ও গণস্বাক্ষর কর্মসূচি পালিত হবে।

এরই অংশ হিসেবে রাবি শিক্ষক সমিতি এই কর্মসূচি পালন করবে। তবে বিশ্ববিদালয়ে অনুষ্ঠিতব্য পরীক্ষা কর্মসূচির আওতামুক্ত থাকবে বলে উল্লেখ করা হয় ওই বিজ্ঞপ্তিতে।

এর আগেও একই দাবিতে দুই দফা ক্লাস বর্জন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৫
এমএ/এসএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।