ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

শিক্ষা

গণ বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলা কেন্দ্র করে সংঘর্ষ

গণ বিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
গণ বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলা কেন্দ্র করে সংঘর্ষ

গণ বিশ্ববিদ্যালয় (সাভার): ফুটবল খেলা কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে। তবে এতে কেউ গুরুতর আহত হয়নি।



বিশ্ববিদ্যালয়ে চলমান বার্ষিক ফুটবল প্রতিযোগিতায় বুধবার (১২ আগস্ট) প্রথম রাউন্ডে দিনের শেষ খেলায় ভাষা যোগাযোগ ও সংস্কৃতি বিভাগ বনাম রাজনীতি ও প্রশাসন বিভাগের মধ্যকার খেলাটি গোল শূন্য ড্র হয়।

পরে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দুই বিভাগের খেলোয়াড়দের মধ্যে তর্ক-বিতর্কের এক পর্যায়ে বিকেল সাড়ে ৪টায় সংঘর্ষ হয়।

এসময় উভয় বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১২টায় এ বিষয়ে উভয় বিভাগের খেলোয়াড় ও শিক্ষকদের উপস্থিতিতে মিটিং করে সুষ্ঠু বিচারের আশ্বাস দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন।

তবে সাধারণ শিক্ষার্থীরা জানান, খেলোয়াড়দের ব্যক্তিগত আক্রোশের কারণে এ বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।