ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

শিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২২-২৫ নভেম্বর

ওয়াহিদুল ইসলাম, জাককানবি থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২২-২৫ নভেম্বর

ত্রিশাল (ময়মনসিংহ): ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার সূচি পুনঃনির্ধারণ করা হয়েছে।

পুনঃনির্ধারিত সূচি অনুসারে ২২ থেকে ২৫ নভেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।



মঙ্গলবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে কেন্দ্রীয় ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এতে সভাপতিত্বে করেন উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম। বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (জনসংযোগ) এস এম হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সভায় অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমন্বয় করে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার সূচি পুনঃনির্ধারণ করা হয়েছে। এ পরীক্ষা আগামী ২২, ২৩, ২৪ ও ২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।

এর আগে বিশ্ববিদ্যালয় পরিষদের এক সভায় জাককানবিতে ভর্তির সম্ভাব্য সূচি নির্ধারণ করা হয়েছিল ৫,৬,৭ এবং ৮ নভেম্বরে।

ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য পরবর্তীতে বিভিন্ন পত্রিকা ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.jkkniu.edu.bd) পাওয়া যাবে বলে জানান এসএম হাফিজুর রহমান।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।