ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে এথনোগ্রাফির ওপর সেমিনার

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
শাবিপ্রবিতে এথনোগ্রাফির ওপর সেমিনার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

(শাবিপ্রবি): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নৃবিজ্ঞান বিভাগের উদ্যোগে ‘নৃকুলবিদ্যা বা এথনোগ্রাফি লিখন পদ্ধতি’র ওপর সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ আগস্ট) বিকাল চারটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।



শাবিপ্রবি নৃবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক মাঝহার মোশাররফের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক মঞ্জুরুল হায়দারের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য ও ঢাবি নৃবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. আনোয়ারুল্লাহ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অধ্যাপক আব্দুল আউয়াল বিশ্বাস, অধ্যাপক কামাল আহমেদ চৌধুরী, ড. মুরশেদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে শাবিপ্রবি’র বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে এথনোগ্রাফি লিখন পদ্ধতির ওপর আলোচনা করেন অধ্যাপক ড. আনোয়ারুল্লাহ চৌধুরী।

অনুষ্ঠান শেষে শাবিপ্রবি নৃবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে ড. আনোয়ারুল্লাহ চৌধুরীকে বাংলাদেশের নৃবিজ্ঞানে অসাধারণ ভূমিকার জন্যে আজীবন সম্মাননা প্রদান করেন মাঝহার মোশাররফ।

এ সময় ড. আনোয়ারুল্লাহ চৌধুরী শাবিপ্রবি কেন্দ্রীয় গ্রন্থাগারে বই প্রদান করেন। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বাংলাদেশ সময়: ০৯২৪ ঘণ্টা, ১১ আগস্ট, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।