ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

শিক্ষা

রাজশাহী চারুকলা মহাবিদ্যালয়ে চিত্র প্রদর্শনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
রাজশাহী চারুকলা মহাবিদ্যালয়ে চিত্র প্রদর্শনী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: বিশ্ববরেণ্য শিল্পী এসএম সুলতানের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহী চারুকলা মহাবিদ্যালয়ে চলছে দুই দিনব্যাপী চিত্র প্রদর্শনী।

সোমবার (১০ আগস্ট) মহাবিদ্যালয়ের লতা আর্ট গ্যালারিতে এ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সাবেক সভাপতি প্রফেসর ড. আবু তাহের।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজশাহী চারুকলা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ রেজাউল ইসলাম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ইমরুল কায়েশ তপন, প্রভাষক হারুন অর রশিদ, কলেজ পরিচালনা কমিটির সভাপতি আবদুর রশিদ বক্তব্য রাখেন।  

পরে অতিথিবৃন্দ চারুকলা শিক্ষার্থীদের প্রদর্শিত চিত্রকর্ম পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
এসএস/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।