ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

শিক্ষা

বঙ্গবন্ধুর মাজারে বরিশাল বিশ্ববিদ্যালয় ভিসির শ্রদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
বঙ্গবন্ধুর মাজারে বরিশাল বিশ্ববিদ্যালয় ভিসির শ্রদ্ধা

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এস এম ইমামুল হক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন।
 
সোমবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সমাধি বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

 
 
এ সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডিন ও রেজিস্ট্রার ড. মো. মুহসিন উদ্দীন,  ভারপ্রাপ্ত প্রক্টর শফিউল আলম, শিক্ষক সমিতির সভাপতি আরিফ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, বিভিন্ন বিভাগের প্রধানসহ শিক্ষক-কর্মকর্তারা।
 
উপাচার্যের শ্রদ্ধা নিবেদনের পর বরিশাল বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ, বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদ ও বঙ্গবন্ধু কর্মচারী পরিষদের নেতারা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
 
বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।