ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

শিক্ষা

মাইলস্টোন কলেজে পাস ৯৯.৪০%

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৫
মাইলস্টোন কলেজে পাস ৯৯.৪০% ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে ধারাবাহিক সাফল্য বজায় রেখেছে রাজধানী ঢাকার মাইলস্টোন কলেজ। এবছর কলেজটি থেকে বাংলা ও ইংরেজি মাধ্যমে ১ হাজার৮৩৬ জন ছাত্র-ছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশ নেয় এবং ১ হাজার ৮২৪ জন পাস করে।

পাসের হার ৯৯.৪০%। পাসকৃতদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৩৭ জন এবং  ‘এ’ গ্রেড ১ হাজার ৪৮৭ জন ।

ধারাবাহিক সাফল্য সম্পর্কে  মাইলস্টোনের অধ্যক্ষ প্রফেসর মো. সহিদুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, শিক্ষক শিক্ষিকাদের আন্তরিক পাঠদান, বিষয় ভিত্তিক সাপ্তাহিক - মাসিক ও পর্ব পরীক্ষা, ফর্ম শিক্ষক শিক্ষিকাদের প্রত্যক্ষ তত্ত্বাবধান এবং নিয়ম শৃঙ্খলা অনুশীলনের মাধ্যমে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভালো ফল অর্জনে সক্ষম হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।