ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

শিক্ষা

একজন পরীক্ষা দিয়েও ফেল!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৫
একজন পরীক্ষা দিয়েও ফেল!

ঝিনাইদহ: বিথী খাতুন। মানবিক বিভাগের ছাত্রী।

তিনি ঝিনাইদহের ফজর আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন।

রোববার প্রকাশ হওয়া ফলাফলে তিনি অকৃতকার্য হয়েছেন। যেকারণে ওই কলেজটির নাম উঠেছে শতভাগ ফেল’র তালিকায়।

ফজর আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অফিস সহকারী বিমল বিশ্বাস বাংলানিউজকে বলেন, তাদের কলেজ থেকে একজন পরীক্ষা দিয়ে ফেল করেছেন।

এদিকে, ডিজিপিএল মডেল কলেজ থেকে ৪ জন পরীক্ষা দিয়েছিলেন। তারাও ফেল করেছেন।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।