ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

শিক্ষা

সিলেটে কমেছে পাসের হার ও জিপিএ-৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৫
সিলেটে কমেছে পাসের হার ও জিপিএ-৫

সিলেট: উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় সারা দেশের সামগ্রিক ফলাফলের মতো সিলেট শিক্ষাবোর্ডেও কমেছে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা।

এবারের পরীক্ষায় পাসের হার ৭৪.৫৭ শতাংশ।

যা গত বছরের চেয়ে ৪ দশমিক ৫৯ শতাংশ কম। গত বছর পাসের হার ছিলো ৭৯.১৬ শতাংশ। এছাড়া জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও এবার কমেছে। গত বছর ২ হাজার ৭০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেলেও এবার তা পেয়েছে মোট ১ হাজার ৩৫৬ জন শিক্ষার্থী।

রোববার (৯ আগষ্ট) দুপুরে বোর্ডের সম্মেলন কক্ষে পরীক্ষা নিয়ন্ত্রক মো. আব্দুল মান্নান খান আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করেন। তিনি এবারের ফলাফলে সন্তোষ প্রকাশ করে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় এমন ফল হয়েছে বলে মন্তব্য করেন।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, চলতি বছর সিলেট শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে অংশ নেওয়া মোট ৫৭ হাজার ৭শ’ ২ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৪৩ হাজার ২৮ জন। জিপিএ-৫ পেয়েছেন এক হাজার ৩শ’ ৫৬ জন শিক্ষার্থী।

যেখানে ২০১৪ সালের এইচএসসি পরীক্ষায় ৫৭ হাজার ৫শ’ ৬১ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেন ৪৫ হাজার ৫শ’ ৬৮ জন। ওই বছর পাসের হার ছিল ৭৯ দশমিক ১৬ শতাংশ এবং ২ হাজার ৭০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন।

এবার এক হাজার ৩শ’ ৫৬ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকেই সবচেয়ে বেশি ৯শ’ ২৮ জন জিপিএ-৫ পেয়েছেন। এছাড়া মানবিক বিভাগ থেকে ১শ’ ৫০ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২শ’ ৬৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। জিপিএ-৫ প্রাপ্তদের ৭শ’ ৯৮ জন ছেলে এবং ৫শ’ ৫৮ জন মেয়ে শিক্ষার্থী রয়েছেন।

এদের মধ্যে সিলেট জেলায় সর্বাধিক ১ হাজার ৫২ জন, মৌলভীবাজার জেলায় ১ শ’৭৬ জন, হবিগঞ্জ জেলায় ৭৪ জন ও সুনামগঞ্জ জেলায় ৫৪ জন জিপিএ-৫ পেয়েছেন।

এবার মোট  উত্তীর্ণ শিক্ষার্থীর মধ্যে ‘এ’ গ্রেডে ৬ হাজার ৮শ’ ৯৮ জন, ‘এ’ মাইনাস গ্রেডে ৭ হাজার ৬শ’৭৩ জন, ‘বি’ গ্রেডে ৯ হাজার ৯শ’ ২২ জন, ‘সি’ গ্রেডে ১৫ হাজার ২শ’৫১ জন ও ডি গ্রেডে ১ হাজার ৯শ’২৮ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এছাড়া ১৪ হাজার ৬শ’৭৪ জন শিক্ষার্থী অকৃতকার্য ও ১৪ জন শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

ফলাফল বিশ্লেষণে দেখা যায, সারাদেশের ফলাফলের মতো সিলেট বোর্ডেও ছেলেদের চেয়ে মেয়েরা ভালো করেছেন। তবে বিজ্ঞান বিভাগের ফলাফলে এগিয়ে রয়েছেন ছেলেরা। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে বেশি পাস করেছেন মেয়েরা।

এবার ২৬ হাজার ৬শ’ ৫৭ জন ছেলে পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ১৯ হাজার ৭শ’২১ জন। ছেলেদের পাসের হার ৭৩ দশমিক ৯৮ শতাংশ।

অন্যদিকে ৩১ হাজার ৪৫ জন মেয়ে পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ২৩ হাজার ৩শ’৭ জন। তাদের পাসের হার ৭৫ দশমিক ০৭ শতাংশ।

বিভাগভিত্তিক ফলাফলের মধ্যে সবচেয়ে ভালো করেছেন বিজ্ঞানের শিক্ষার্থীরা। এ বিভাগ থেকে ৭ হাজার ৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে পাস করেছেন ৬ হাজার ২শ’ ৮৬ জন । পাসের হার ৮৮ দশমিক ৭৫ শতাংশ।

তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৯শ’৩৮ জন, ‘এ’ গ্রেড ২ হাজার ৬শ’৩৩ জন, ‘এ’ মাইনাস গ্রেড ১ হাজার ৪শ’ ৯৪ জন, ‘বি’ গ্রেড ৮শ’৭৩ জন, ‘সি’ গ্রেড ৩শ’ ৪৮ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। তবে  ‘ডি’ গ্রেডে কেউ উত্তীর্ণ হননি। এছাড়া ৭শ’ ৯৭ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।

মানবিক বিভাগ থেকে ৩৯ হাজার ৩শ’ ৫৪ জন পরিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ২৭ হাজার ৭শ’৯৩ জন। পাসের হার ৭০ দশমিক ৬৪ শতাংশ।

তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১শ’ ৫০ জন, ‘এ’ গ্রেডে ২ হাজার ৩শ’ ৩৪ জন, ‘এ’ মাইনাস গ্রেডে ৪ হাজার ১শ’ ৫০ জন, ‘বি’ গেডে ৬ হাজার ৮শ’ ৯৬ জন, ‘সি’ গ্রেডে ১২ হাজার ৫শ’ ৪৫ জন এবং ‘ডি’ গ্রেডে ১ হাজার ৭শ’ ১৮ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এছাড়া ১১ হাজার ৫শ’ ৬১ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।

ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১১ হাজার ২শ’ ৭৪ জন পরিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ৮ হাজার ৯শ’ ৪৯ জন। পাসের হার ৭৯ দশমিক ৩৮ শতাংশ।

তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২শ’ ৬৮ জন, ‘এ’ গ্রেডে ১ হাজার ৯শ’ ৩১ জন, ‘এ’ মাইনাস গ্রেডে ২ হাজার ২৯ জন, ‘বি’ গ্রেডে ২ হাজার ১শ’ ৫৩ জন, ‘সি’ গ্রেডে ২ হাজার ৩শ’ ৫৮ জন ও ‘ডি’ গ্রেডে ২শ’ ১০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এছাড়া ২ হাজার ৩শ’ ২৫ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।

এদিকে এইচএসসিতে সিলেট বিভাগের চার জেলার মধ্যে ৭৮ দশমিক ৫১ শতাংশ পাসের হার নিয়ে সিলেট জেলা প্রথম এবং ৬৬ দশমিক ৮ শতাংশ পাসের হার নিয়ে মৌলভীবাজার জেলা সবশেষ স্থানে রয়েছে।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, সিলেট মহানগর এলাকাসহ জেলা থেকে এবারের এসএসসি পরীক্ষায় ২৪ হাজার ২৯৩ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ১৯ হাজার ৭২ জন। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৫২ জন।

দ্বিতীয় স্থানে রয়েছে সুনামগঞ্জ জেলা। এ জেলা থেকে ৯ হাজার ৮শ’ ৫৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৭ হাজার ৪শ’ ১৮ জন। জেলায় পাসের হার ৭৫ দশমিক ২৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৫৪ জন।
 
পাসের হার ৭৪ দশমিক ৩৪ নিয়ে তৃতীয় স্থানে রয়েছে হবিগঞ্জ জেলা। এ জেলা থেকে ১০ হাজার ৬শ’ ৬৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৭ হাজার ৯শ’ ৩০ জন। জেলায় জিপিএ-৫ পেয়েছেন ৭৪ জন।

৬৬ দশমিক ০৮ শতাংশ পাসের হার নিয়ে সবশেষে অবস্থান করছে মৌলভীবাজার জেলা। এ জেলার ১২ হাজার ৮শ’ ৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৮ হাজার ৬শ’ ৮ জন। জিপিএ-৫ পেয়েছেন ১৭৬ জন শিক্ষার্থী।

ফলাফল প্রসঙ্গে সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আব্দুল মান্নান খান বলেন, দেশের রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে শিক্ষার্থীরা ক্লাস করতে পারেননি। এর প্রভাব পড়েছে পরীক্ষার ফলাফলে। রাজনৈতিক পরিস্থিতি ভালো থাকলে পরীক্ষার ফল আরো ভালো হতো।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৫
এএএন/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।