ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

শিক্ষা

হিসেব কমেছে হিসাব বিজ্ঞানে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৫
হিসেব কমেছে হিসাব বিজ্ঞানে

ঢাকা: এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় দেশের আটটি সাধারণ শিক্ষাবোর্ডের ছয়টিতেই বাণিজ্য বিভাগের হিসাববিজ্ঞান বিষয়ে পাসের হার কমেছে। রাজশাহী ও দিনাজপুরে এ বিষয়ে পাসের হার কিছুটা বাড়লেও বাকি ছয়টিতেই গত বছরের তুলনায় কমেছে।


 
এর মধ্যে কুমিল্লা শিক্ষাবোর্ডে হিসাব বিজ্ঞানে গত বছরের তুলনায় পাসের হার কমেছে সবচেয়ে বেশি। এ শিক্ষাবোর্ডে সাড়ে ১০ শতাংশেরও বেশি শিক্ষার্থী বিষয়টিতে খারাপ করেছেন। এ বছর ৮৩ দশমিক ৮৫ শতাংশ শিক্ষার্থী পাস করলেও গত বছর কুমিল্লা শিক্ষাবোর্ডে হিসাব বিজ্ঞানে পাসের হার ছিল ৯৪ দশমিক ২০ শতাংশ।
 
এর পরেই রয়েছে চট্টগ্রাম শিক্ষাবোর্ড। গত বছরের তুলনায় প্রায় নয় শতাংশ শিক্ষার্থী এ বছর হিসাব বিজ্ঞানে ফল খারাপ করেছেন। গত বছর এ শিক্ষাবোর্ডে হিসাব বিজ্ঞানে পাসের হার ছিল ৯০ দশমিক ৬৩ শতাংশ। এ বছর পাসের হার ৮১ দশমিক ৯৮ শতাংশ।
 
রোববার (০৯ আগস্ট) দেশের আটটি সাধারণ শিক্ষাবোর্ডসহ মোট নয়টি শিক্ষাবোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করা হয়।

সব শিক্ষাবোর্ড মিলিয়ে মোট ১০ লাখ ৬১ হাজার ৬১৪ জন পরীক্ষার্থীর মধ্যে এবার উত্তীর্ণ হয়েছেন সাত লাখ ৩৮ হাজার ৮৭২ জন। এর মধ্যে ছাত্রীদের পাসের হার ৭০ দশমিক ২৩ শতাংশ আর ছাত্রদের পাসের হার ৬৯ দশমিক ০৪ শতাংশ।  
 
হিসাব বিজ্ঞান বিষয়ে ফল বিপর্যয়ের দিক থেকে ঢাকা শিক্ষাবোর্ড তৃতীয়। দেশের বৃহত্তম এ শিক্ষাবোর্ডে প্রায় সাত শতাংশ শিক্ষার্থী এ বিষয়ে ফেল করেছেন। গত বছর ৯৫ দশমিক ৮২ শতাংশ শিক্ষার্থী হিসাব বিজ্ঞান বিষয়ে পাস করলেও এ বছর পাসের হার ৮৯ দশমিক ২২ শতাংশ।
 
তবে হিসাব বিজ্ঞান বিষয়ে পাসের হার বেড়েছে রাজশাহী ও দিনাজপুরে। রাজশাহীতে এ বছর পাসের হার ৯০ দশমিক ২২ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৯০ দশমিক ১০ শতাংশ। দিনাজপুরে এ বছর পাসের হার ৮৯ দশমিক ৩৮ শতাংশ। গত বছর এ বিষয়ে পাশ করেছিল ৮৮ দশমিক ১৯ শতাংশ।
 
বাকি তিন শিক্ষাবোর্ড যশোর, বরিশাল ও সিলেটে পাসের হার কমেছে হিসাব বিজ্ঞান বিষয়ে। যশোরে এ বছর পাসের হার ৯১ দশমিক ৩৬ যা গত বছর ছিল ৯১ দশমিক ৪৮ শতাংশ। বরিশালে হিসাব বিজ্ঞানে ৮৮ দশমিক ৪০ শতাংশ শিক্ষার্থী পাস করলেও গত বছর পাসের হার ছিল ৯২ শতাংশ ৬ শতাংশ।
 
সিলেটে হিসাব বিজ্ঞানে এ বছর পাস করেছে ৮৬ দশমিক ৬৩ শতাংশ। গত বছরের তুলনায় এ পাসের হার প্রায় পাঁচ শতাংশ কম। গত বছর এ বিষয়ে সিলেটে পাসের হার ছিল ৯১ দশমিক ৫৩ শতাংশ।   

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৫
এমএইচপি/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।