ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

শিক্ষা

ভালো করেছে মেয়েরা

মাজেদুল নয়ন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৫
ভালো করেছে মেয়েরা ছবি: নাজমুল হাসান / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলে ছেলেদের তুলনায় ভালো করেছে মেয়েরা। দেশের আটটি শিক্ষাবোর্ডে মেয়েদের পাসের হার ৬৭ দশমিক ২৫ শতাংশ আর ছেলেদের পাসের হার ৬৪ দশমিক ৪৮ শতাংশ।


 
রোববার (০৯ আগস্ট) প্রকাশিত ফলাফলে দেখা যায়, সবচেয়ে ভালো করেছে রাজশাহী বোর্ডের মেয়েরা। এ বোর্ডে মেয়েদের পাসের হার ৮০ দশমিক ৬৭ শতাংশ। ৪৮ হাজার ৮১৭ জন ছাত্রীর মধ্যে ৩৮ হাজার ৮১৭ জন পরীক্ষায় পাস করেছেন।

অন্যদিকে, ছাত্রদের পাসের হার ৭৪ দশমিক ৮৯ শতাংশ। ৫৬ হাজার ৭৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৪২ হাজার ৫১৩ জন পাস করেছেন।
 
সবচেয়ে বাজে ফল এবার যশোর বোর্ডে। ছেলেদের পাসের হার ৪৫ দশমিক ২২ শতাংশ। একটু ভালো মেয়েদের। সব বিভাগ মিলিয়ে মেয়েদের পাসের হার ৪৭ দশমিক ৮১ শতাংশ। ৫৪ হাজার ৪৬২ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ২৬ হাজার ৩৭ জন।
 
ঢাকা বোর্ডে ছাত্রদের পাসের হার ৬৭ দশমিক ৪০ শতাংশ আর ছাত্রীদের ৬৮ দশমিক ৯৪ শতাংশ। এক লাখ ৩৪ হাজার ৬৩৯ জন ছাত্রীর মধ্যে ৯২ হাজার ৮২৪ জন পাস করেছেন।
 
কুমিল্লা বোর্ডে পরীক্ষায় অংশ নেওয়া ছাত্রীদের সংখ্যাও বেশি। এ বোর্ডে ৫১ হাজার ৪৮২ জন ছাত্রীর মধ্যে ৩১ হাজার ২৩ জন পাস করেছেন। পাসের হার ৬০ দশমিক ২৬। ছাত্রদের পাসের হার ৫৯ দশমিক ৩১ শতাংশ।
 
চট্টগ্রাম বোর্ডে ছাত্রীদের পাসের হার ৬৫ দশমিক ১১ শতাংশ। ৪১ হাজার ১৯০ জন ছাত্রীর মধ্যে ২৬ হাজার ৮১৮ জন পাস করেছেন। ছাত্রদের পাসের হার ৬১ দশমিক ৮১ শতাংশ।
 
বরিশাল বোর্ডেও ভালো করেছে মেয়েরা। ২৭ হাজার ৪৯৯ জন ছাত্রীর মধ্যে ২০ হাজার ১১৯ জন পাস করেছেন। পাসের হার ৭৩ দশমিক ১৬ শতাংশ। ছেলেদের পাসের হার ৬৭ দশমিক ০৫ শতাংশ।
 
সিলেট বোর্ডেও ছাত্রদের তুলনায় পরীক্ষায় ছাত্রীদের সংখ্যা ছিল বেশি। যেখানে ২৬ হাজার ৬৫৭ জন ছাত্র অংশ নিয়েছেন, সেখানে ছাত্রী অংশ নিয়েছেন ৩১ হাজার ৪৫ জন। ২৩ হাজার ৩০৭ জন ছাত্রী পাস করেছেন। পাসের হার ৭৫ দশমিক ০৭ শতাংশ। ছাত্রদের পাসের হার ৭৩ দশমিক ৯৮ শতাংশ।
 
দিনাজপুর বোর্ডে ছাত্রীদের পাসের হার ৭২ দশমিক ৬৪ শতাংশ। ৪২ হাজার ৪৬৮ জন ছাত্রীর মধ্যে ৩০ হাজার ৮৪৯ জন পাস করেছেন। ছাত্রদের পাসের হার ৬৮ দশমিক ৪০ শতাংশ।
 
বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৫
এমএন/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ