ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

শিক্ষা

হবিগঞ্জে পাসের হার ৭৪ দশমিক ৫৪ শতাংশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৫
হবিগঞ্জে পাসের হার ৭৪ দশমিক ৫৪ শতাংশ ফাইল ফটো

হবিগঞ্জ: ২০১৫ সালের এইচএসসি পরীক্ষায় হবিগঞ্জে পাশের হার শতকরা ৭৪.৫৪ শতাংশ। আর জিপিএ ৫ পেয়েছে ৭৪ জন।

এর মধ্যে ছেলে ৩১ জন ও মেয়েরা ৪৩ জন।

এ বছর জেলার ৮ উপজেলা থেকে ১০ হাজার ৬৬৭ জন পরীক্ষার্থী এইচএসসিতে অংশগ্রহণ করে। এর মধ্যে ছেলে ৪ হাজার ৯৩৫ জন এবং মেয়ে ৫ হাজার ৭৩২ জন।

মোট পাসের সংখ্যা ৭ হাজার ৯৩০ জন। এর মধ্যে ছেলে ৩ হাজার ৬৫১ জন এবং মেয়ে ৪ হাজার ২৭৯ জন। ছেলেদের পাশের হার শতকরা ৭৩ দশমিক ৯৮ শতাংশ এবং মেয়েদের পাসের হার শতকরা ৭৪ দশমিক ৬৫ শতাংশ।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ