ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

শিক্ষা

শ্রীমঙ্গলে ৩২ জন পেয়েছেন জিপিএ-৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৫
শ্রীমঙ্গলে ৩২ জন পেয়েছেন জিপিএ-৫ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শ্রীমঙ্গল (মৌলভীবাজার): চলতি বছরের এইচএসসি পরীক্ষায় শ্রীমঙ্গল উপজেলায় মোট ৩২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

শ্রীমঙ্গল সরকারি কলেজের বিজ্ঞান বিভাগে ২৩ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১ জনসহ মোট ২৪ জন জিপিএ-৫ পেয়েছেন।



দি বাডস রেসিডেনসিয়্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগে ৭ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১ জনসহ মোট ৮ জন জিপিএ-৫ পেয়েছেন।

শ্রীমঙ্গল সরকারি কলেজের উপাধ্যক্ষ আজাদ আবুল কালাম বাংলানিউজকে বলেন, বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা- এ তিন গ্রুপে আমাদের মোট পাসের হার ৮০.৪৪ শতাংশ।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৫
বিবিবি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ