ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

শিক্ষা

বরিশাল ক্যাডেট কলেজে জিপিএ ৫ শতভাগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৫
বরিশাল ক্যাডেট কলেজে জিপিএ ৫ শতভাগ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: প্রতি বছরের মতো এ বছরেও এইচএসসি পরীক্ষায় শতভাগ ফলাফল অর্জন করেছে বরিশাল ক্যাডেট কলেজ।

বরিশাল ক্যাডেট কলেজে এ বছর এইচএসসি পরীক্ষায় ৫৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

৫৩ জন পরীক্ষার্থীই জিপিএ ৫ অর্জন করেছে। যা শতকরা হিসেবে ১শ’ ভাগ।

রোববার (৯ আগস্ট) সকালে বরিশাল ক্যাডেট কলেজের অধ্যক্ষ সারোয়ার হোসেন খান প্রেসবার্তার মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

এ অসাধারণ ফলাফলের জন্য কলেজের অধ্যক্ষসহ সবাই খু্বই আনন্দিত। কলেজের অধ্যক্ষ এ কৃর্তিত্বপ‍ূর্ণ ফলাফলের জন্য শিক্ষকমণ্ডলী ক্যাডেট, অভিভাবক ও অন্যান্য সবাইকে অভিনন্দন জানিয়ে এর ধারা অব্যাহত রাখার জন্য শিক্ষার্থীদের আরো যত্নশীল হওয়ার আহ্বান জনান।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৫
এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ