ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

শিক্ষা

সুনামগঞ্জে পাসের হার ৭৫ দশমিক ২৭ শতাংশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৫
সুনামগঞ্জে পাসের হার ৭৫ দশমিক ২৭ শতাংশ

সুনামগঞ্জ: সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় সুনামগঞ্জে পাসের হার ৭৫ দশমিক ২৭ শতাংশ।

রোববার(০৯ আগস্ট) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।



জেলার ১১টি উপজেলার ১৮টি কেন্দ্রে মোট ৯ হাজার ৮৬৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৪ হাজার ৫৩৪ জন ছেলে এবং ৫ হাজার ৩৩২ জন মেয়ে।

মোট পাস করেছে ৭ হাজার ৪১৮ জন। এর মধ্যে ৩ হাজার ৪২০ জন ছেলে এবং ৩ হাজার ৯৯৮ জন মেয়ে।  

মোট পাস করা শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫৪ জন। এর মধ্যে ১৭ জন ছেলে ও ৩৭ জন মেয়ে।

সুনামগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা কল্যাণ শাখা বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছে।
 
বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।