ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

শিক্ষা

‘ক্যারি অন’ পুর্নবহালে দাবিতে নোমেক শিক্ষার্থীদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৯ ঘণ্টা, আগস্ট ২, ২০১৫
‘ক্যারি অন’ পুর্নবহালে দাবিতে নোমেক শিক্ষার্থীদের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: ক্যারি অন সিস্টেম পুর্নবহালের দাবিতে নোয়াখালী আবদুল উকিল মেডিকেল কলেজ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

শনিবার (০১ আগস্ট) দুপুরে কলেজ ক্যাম্পাসের সামনের প্রধান সড়কে শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

পরে তারা প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন।

সমাবেশে শিক্ষার্থীরা জানান, ২০০২ সালের প্রণীত কারিকুলাম অনুযায়ী একজন শিক্ষক ১ম পেশাগত পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করার পরপরই ২য় পেশাগত পরীক্ষার যাবতীয় ক্লাসে অংশগ্রহণ করার জন্য অনুমোদন প্রাপ্ত হতো।

কিন্তু ২০১২ সালে প্রণীত নতুন কারিকুলাম অনুযায়ী, একজন শিক্ষার্থী প্রথম সাপ্লিমেন্টারি পরীক্ষায় কৃতকার্য হলেও তার শিক্ষাবর্ষ থেকে ৬ মাস পিছিয়ে যাবে। এতে তাদের সেশনজটসহ বিভিন্ন সমস্যা সৃষ্টি হবে।

দ্রুত তাদের দাবি মানা না হলে ভবিষ্যতে আরো কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে বলে মানববন্ধনে জানানো হয়।

বাংলাদেশ সময়: ০২২৮ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ