ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শিক্ষা

নতুন পে-স্কেলে অন্তর্ভুক্তি দাবিতে শিক্ষকদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, আগস্ট ১, ২০১৫
নতুন পে-স্কেলে অন্তর্ভুক্তি দাবিতে শিক্ষকদের বিক্ষোভ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: নতুন পে-স্কেলে অন্তর্ভুক্তির দাবিতে খুলনায় বিক্ষোভ মিছিল করেছেন বেসরকারি শিক্ষক-কর্মচারীরা।

শনিবার (০১ আগস্ট) দুপুরে জেলা ও নগর জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট এ কর্মসূচি পালন করে।

পরে একই দাবিতে খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।

এ সময় ফ্রন্টের নির্বাহী সমন্বয়কারী প্রদীপ কুমার সাহা, শিক্ষক সমিতি খুলনা মহানগর শাখার সভাপতি মোল্লা আব্দুল খালেক, জেলা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।  

শিক্ষকরা জানান, বর্তমান সরকারের সময়ে অষ্টম জাতীয় বেতন স্কেল কার্যকর হতে যাচ্ছে, যা  ৩ আগস্ট মন্ত্রী পরিষদ বৈঠক অনুমোদনের জন্য পেশ হতে পারে।

নতুন এই পে-স্কেলে নিজেদের অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন তারা।  

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৫
এমআরএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ