ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শিক্ষা

জাবিতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৮ ঘণ্টা, আগস্ট ১, ২০১৫
জাবিতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বটতলা সংলগ্ন এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমুল হাসান (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে বিশ্ববিদ্যালয়ের পাশে গেরুয়া এলাকার একটি মাদ্রাসার শিক্ষার্থী।

তার বাড়ি ময়মনসিংহে।

শুক্রবার (৩১ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি থেকে বটতলায় যাওয়ার সরু রাস্তায় এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানান, ঝড়-বৃষ্টিতে বৈদ্যুতিক তার রাস্তায় ছিড়ে পড়লে শিশু নাজমুল বিদ্যুতস্পৃষ্ট হয়। পরে শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যায়। পরে সেখান থেকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয় বিদ্যুৎ বিভাগের দায়িত্বে অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বাংলানিউজকে বলেন, সংবাদ পাওয়া মাত্র বিদ্যুৎ বিভাগের সঙ্গে কথা বলে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৫১৯ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ