ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শিক্ষা

বাকৃবি শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫
বাকৃবি শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাকৃবি (ময়মনসিংহ): পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি ও মৌন মিছিল করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতি।  
 
সোমবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে মৌন মিছিল বের করেন শিক্ষকরা।

 
 
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. খন্দকার শরীফুল ইসলামের সভাপতিত্বে মৌন মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকরা অংশ নেন।
 
এর আগে, সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন কৃষি অনুষদের করিডোরে পূর্ণদিবস কর্মবিরতি পালন করে সমাবেশ করেন তারা।
 
সমাবেশে বক্তারা জানান, প্রস্তাবিত ৮ম জাতীয় বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অবমূল্যায়ন করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য সম্পূর্ণ আলাদা একটি বেতন কাঠামোর দাবি জানান তারা।
 
বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ