ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শিক্ষা

১ নভেম্বর থেকে জেএসসি-জেডিসি পরীক্ষা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৫
১ নভেম্বর থেকে জেএসসি-জেডিসি পরীক্ষা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ছবি)

ঢাকা: আগামী ১ নভেম্বর থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
 
বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের উপ-সচিব সুবোধ চন্দ্র ঢালী।


 
সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
 
সুবোধ চন্দ্র ঢালী বাংলানিউজকে বলেন, ২০১৫ সালের জেএসসি ও জেডিসি পরীক্ষা ১ নভেম্বর থেকে শুরু হলেও এখনও সূচি নির্ধারণ করা হয়নি।

এবার প্রায় ২০ লাখ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবে বলে সভায় জানানো হয়।

গত বছর ২ নভেম্বর থেকে জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও বিএনপি-জামায়াতের হরতালের কারণে তা পিছিয়ে ৭ নভেম্বর শুরু হয়। সেবার এই পরীক্ষায় অংশ নেন ২০ লাখ ৯০ হাজার ৬৯২ জন শিক্ষার্থী।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৫, আপডেট ১৮৪৬
এমআইএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ