ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে প্রশিক্ষণ

শিক্ষা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে প্রশিক্ষণ ছবি : সংগৃহীত

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) প্রশিক্ষণ র্কাযক্রমের দ্বিতীয় দিনে রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন জেনারেল কে এম শফিউল্লাহ।



তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুর নেতৃত্বে গঠিত রাজনৈতিক সরকার পরিচালনা করে। ঐতিহাসিক ৭ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণের ভিত্তিতেই সর্বস্তরের মানুষ সংগঠিত হয় এবং যুদ্ধের প্রস্তুতি নেয়। ১৯ মার্চ জয়দেবপুরে পাকিস্তানী সেনাদের বিরুদ্ধে গাজীপুরবাসী এবং বেঙ্গল রেজিমেন্ট যে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে, তা ছিল বঙ্গবন্ধুর দিক নির্দেশনারই অনুপ্রেরণা।

তিনি আরও বলেন, যুদ্ধের এক পর্যায়ে যৌথ বাহিনী গঠন ছিল বিজয় যাত্রার একটি উল্লেখযোগ্য ঘটনা। ছাত্র-জনতা ও মুক্তিযোদ্ধারাই যুদ্ধের অন্যতম প্রাণশক্তি। যৌথবাহিনী গঠনের ফলে আমাদের বিজয় ত্বরান্বিত হয়েছিল।

এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ