ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শিক্ষা

রাবির ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১ অক্টোবর

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
রাবির ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১ অক্টোবর

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে ১ অক্টোবর।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত উপ-কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



বিশ্ববিদ্যালয় একাডেমিক শাখার উপ-রেজিস্টার এ এইচ এম আসলাম হোসেন বুধবার দুপুরে বাংলানিউজকে বলেন, ১ অক্টোবর থেকে ভর্তিচ্ছুরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১৮ অক্টোবর। ৯ থেকে ১২ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা।

এদিকে ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণের বিষয়ে গত বছরের মতো এবারও পরীক্ষার নিয়ম-কানুন অপরিবর্তিত থাকবে এবং শিক্ষার্থীদের দ্বিতীয়বার ভর্তির সুযোগ বহাল থাকছে।

আবেদনসহ ভর্তির প্রক্রিয়া সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd  ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হবে।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ