ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শিক্ষা

ছুটি শেষে রুয়েট খুলছে শনিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৫
ছুটি শেষে রুয়েট খুলছে শনিবার

রাজশাহী: ঈদুল ফিতরের ছুটি শেষে আগামীকাল শনিবার (২৫ জুলাই) খুলছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। বিশ্ববিদ্যালয়ের প্রেস অ্যান্ড ইনফরমেশন সেকশনের উপ-পরিচালক গোলাম মুর্তজা শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন।



তিনি জানান, আগামীকাল শনিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম শুরু হবে। এছাড়া নির্ধারিত রুটিন অনুযায়ী সব বিভাগের ক্লাশ-পরীক্ষাও চলবে।

এদিকে, রুয়েট উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল আলম বেগ ছুটির পর প্রথম কর্মদিবস থেকে নতুন উদ্যোমে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীকে যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৫
এসএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ