ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শিক্ষা

ড. রথীন্দ্রনাথ বোসের মৃত্যুতে রাবি ভিসি’র শোক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
ড. রথীন্দ্রনাথ বোসের মৃত্যুতে রাবি ভিসি’র শোক

রাজশাহী: বিশিষ্ট বিজ্ঞানী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক শিক্ষার্থী প্রফেসর ড. রথীন্দ্রনাথ বোসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাবি ভিসি প্রফেসর ড. মুহ্ম্মদ মিজানউদ্দিন ও প্রো-ভিসি প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান।

বুধবার (১৫ জুলাই) এক শোকবার্তায় শিক্ষাদান ও গবেষণাক্ষেত্রে অবদানের জন্য ড. রথীন্দ্রনাথ বোসকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তারা এবং মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

বার্তায় তারা ড. বোসের শোকার্ত স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

ড. রথীন্দ্রনাথ বোস ১০ জুলাই যুক্তরাষ্ট্রে মারা যান। তিনি যুক্তরাষ্ট্রের হিউস্টন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ভাইস প্রেসিডেন্ট ছিলেন।

ড. বোস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে ১৯৭২ সালে প্রথম শ্রেণিতে স্নাতক এবং ১৯৭৩ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

অধ্যায়নকালে তিনি সৈয়দ আমীর হলের ছাত্র সংসদের জিএস হিসেবেও দায়িত্ব পালন করেন।

ড. রথীন্দ্রনাথ বোস যুক্তরাষ্ট্রের একাধিক বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা বিজ্ঞান ও জ্বালানি খাতে পাঠদান ও গবেষণায় বিশেষ অবদানের জন্য খ্যাত।

তিনি অ্যান্টি ক্যানসার ড্রাগের নতুন শ্রেণি ফসফাপাটিন এবং ক্যানসারের যৌগিক ক্লিনিক্যাল পরীক্ষা পদ্ধতি আবিষ্কার করেন।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
এসএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ