ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শিক্ষা

এতিমদের মাঝে এনএসইউএসএসসি’র ইফতার বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২২ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৫
এতিমদের মাঝে এনএসইউএসএসসি’র ইফতার বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের বায়তুল ফালাহ মসজিদ ও এতিমখানায় ইফতার বিতরণ করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব (এনএসইউএসএসসি)।

সোমবার (১৩ জুলাই) ওই এতিমখানার শিশুদের মাঝে ৪০০ প্যাকেট ইফতার বিতরণ করেন ক্লাবের সদস্যরা।



এ সময় এনএসইউএসএসসি’র সভাপতি খালেদ মো. সিরাজ বলেন, বাঁচার জন্য যতটুকু দরকার তার চেয়ে আমরা যারা অনেক বেশি পেয়েছি, তারা কেন সেই প্রাপ্তি সুবিধাবঞ্চিতদের সঙ্গে ভাগাভাগি করবো না? প্রত্যেকের সামান্য ‍অবদানও সমাজে বড় পার্থক্য গড়ে দিতে পারে।

দীর্ঘদিন ধরে রক্তদান ও শীতবস্ত্র বিতরণের মতো সামাজিক সচেতনতা ও কল্যাণমূলক কর্মসূচি চালিয়ে আসছে নর্থ সাউথ ইউনিভার্সিটির ক্লাবটি। তবে, এবারই প্রথম এতিমদের মাঝে ইফতার বিতরণ করলো এনএসইউএসএসসি।

বাংলাদেশ সময়: ০৮১৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ