ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শিক্ষা

নর্থসাউথ বিশ্ববিদ্যালয়

সোস্যাল সার্ভিসেস ক্লাবের ইফতার-পোশাক বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, জুলাই ১২, ২০১৫
সোস্যাল সার্ভিসেস ক্লাবের ইফতার-পোশাক বিতরণ

ঢাকা: রাজধানীর বারিধারায় অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সোস্যাল সার্ভিসেস ক্লাবের (এনএসইউ-এসএসসি) সদস্যরা অসহায় পথশিশুদের ইফতার ও ঈদের পোশাক বিলির ব্যবস্থা নিয়েছে।

সোমবার (১৩ জুলাই) রাজধানীতে এ ইফতারের আয়োজন ও পোশাক বিলি করা হবে।



সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সোস্যাল সার্ভিসেস ক্লাবের (এনএসইউ-এসএসসি) সদস্যদের অর্থায়নে সোমবার রাজধানীতে অসহায় পথশিশুদের ইফতারসহ ঈদের পোশাক বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্লাবের সদস্যরা এ ইফতার ও পোশাক বিতরণ করবেন।

বহুজাতিক কোম্পানি ইউনিলিভার এবার কাপড় বিতরণে সহযোগিতা করবে। সেই সঙ্গে ব্লু  হরিজন বিস্ত্রো বিনামূল্যে ইফতার সরবরাহ করার দায়িত্ব নিয়েছে।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সোস্যাল সার্ভিসেস ক্লাব (এনএসইউ-এসএসসি) প্রতিবারই এ ধরনের সেবামূলক কার্যক্রম হাতে নিয়ে থাকে। গতবার রাজধানীর ধানমণ্ডিতে একই ধরনের কার্যক্রম হাতে নিয়েছিল ক্লাবটি।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, জুলাই ১২, ২০১৫
এবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ