ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শিক্ষা

গবিতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে বৃন্তের ইফতার

গণ বিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, জুলাই ১১, ২০১৫
গবিতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে বৃন্তের ইফতার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গণ বিশ্ববিদ্যালয়: সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতার করলো সাভার গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘বৃন্ত’।

শুক্রবার (১০ জুলাই) ক্যাম্পাসের কাছে নিরিবিলি নামক স্থানে আয়োজিত এ ইফতার মাহফিলে অংশ নেন বৃন্তের বর্তমান ও সাবেক সদস্য, শুভাকাঙ্ক্ষীসহ প্রায় শতাধিক শিক্ষার্থ ।



৪০-৫০ জনের মতো সুবিধাবঞ্চিত শিশু নিয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয় ।

বৃন্তের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হোসেন ফয়সাল বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বৃন্ত সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে আসছে। আমরা মূলত আমাদের নিজস্ব অর্থায়নে ও সবার সহযোগিতায় যতদূর সম্ভব সুবিধ বঞ্চিত শিশু ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এ  ধারাবাহিকতায় আজআমাদের এ ক্ষুদ্র প্রয়া ।

এছাড়াও আসছে ঈদে সুবিধাবঞ্চিত পথশিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে ঈদবস্ত্র বিতরণের মতো আরও বেশ কিছু পরিকল্পনা তাদের রয়েছে বলে জানান তিনি ।

বৃন্ত গণ বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটি স্বেচ্ছাসেবী সংগঠন, যারা মূলত স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ সামাজিক সংগঠন ।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, জুলাই ১১, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ